শিক্ষামন্ত্রীকে হত্যার হুমকি

SHARE

nahidশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মোবাইল ফোনে খুদেবার্তা (এসএমএস) পাঠিয়ে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্ত।

শনিবার রাজধানীর রমনা থানায় হুমকির বিষয় উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মন্ত্রীর সহকারী ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) মন্মথ রঞ্জন বাড়ৈ।

মন্মথ রঞ্জন সংবাদমাধ্যমকে জানান, গত বৃহস্পতিবার একটি অচেনা নম্বর থেকে মন্ত্রীর মোবাইল ফোনে একটি খুদেবার্তা (এসএমএস) মেসেজ আসে। তাতে বিভিন্ন অভিযোগে মন্ত্রীকে দোষারোপ করা হয়।  বার্তার শেষ দিকে অজ্ঞাত প্রেরক মন্ত্রী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়।

শিক্ষামন্ত্রীকে উদ্দেশ করে ইংরেজি ও বাংলা ভাষার মিশেলে লেখা খুদেবার্তায় বলা হয়, “তুমি একটা করাপটেড, বিবেকহীন মানুষ। তুমি প্রশ্ন ফাঁস করে পরীক্ষার খাতা বাড়িয়ে আমাদের নতুন প্রজন্মের মেধা, শক্তি ও বুদ্ধিমত্তা ধ্বংস করছো। তুমি অবৈধভাবে পাশ করিয়ে ভুয়া ডাক্তার তৈরি করছো। তাই ভুল চিকিৎসায় অনেক মানুষ মারা যাচ্ছে। আমরা তোমাকে যেখানেই পাবো সেখানেই হত্যা করব। আমরা তোমার ছেলে-মেয়ে, স্ত্রী ও আত্মীয়-স্বজনদেরও আক্রমণ করব। জীবন তোমার জন্য খুব কঠিন হয়ে যাবে।”

শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।