ডিবি কার্যালয় থেকে আদালতে নেয়া হবে ইনুকে

SHARE

মহাজোটের শরীক জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে আজ আদালতে তোলা হবে। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকাল ৪টা নাগাদ তাকে ডিবি কার্যালয় থেকে সিএমএম কোর্টে নেয়া হবে।

এর আগে সোমবার বিকেলে, রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে আটক করেছে পুলিশ। গ্রেফতারের পর ইনুকে নেয়া হয় ডিবি কার্যালয়ে। একই মামলায় রিমান্ডে আছেন শরীক ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন।

শেখ হাসিনা পদত্যাগ করে, দেশ ছাড়ার পর পালিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগ ও শরীক দলগুলোর সব নেতারা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের পক্ষ থেকে কুষ্টিয়া-২ আসনে নির্বাচনে দাঁড়িয়েও হেরে যান ইনু। এর আগে, ২০১৪ থেকে ২০১৯ মেয়াদে আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রী ছিলেন তিনি।