বিজয় দিবস উপলক্ষে হরতাল প্রত্যাহার হয়েছে: মঈন খান

SHARE

moyen khanমহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে হরতাল প্রত্যাহার করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০দল।

বুধবার সকালে বাংলাদেশস্থ সিঙ্গাপুর দূতাবাসে আধুনিক সিঙ্গাপুরের জনক ও দেশটির প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউর মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে শোক বইতে স্বাক্ষরের পর  সাংবাদিকদের একথা জানান মঈন খান। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ

টানা অবরোধের মধ্যে গত প্রায় দুই মাস ধরে নিয়মিতই রোববার-বৃহস্পতিবার হরতাল পালন করে আসছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দল। ২৬ মার্চ সামনে রেখে অবশেষে তাতে বিরতি দিয়ে বুধবার হরতাল দেয়নি বিএনপি জোট।

সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঈন খান বলেন, “এখনো মনোনয়ন জমা দেয়ার চারদিন বাকি আছে। এরমধ্যে জানা যাবে বিএনপি এই নির্বাচনে যাবে কি যাবে না।”

স্বাধীনতা দিবসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জাতীয় স্মৃতিসৌধ ও জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যাবেন কিনা সে ব্যাপারে তিনি জানেন না বলে সাংবাদিকদের জানান।