ইসরায়েলের জেলে অনশনরত ফিলিস্তিনি বন্দীর মৃত্যু

SHARE

ইসরায়েলের কারাগারে থাকা একজন সুপরিচিত ফিলিস্তিনি বন্দী ৮৬ দিন ধরে অনশনে থাকার পর মারা গেছেন।
গত ৩০ বছরের মধ্যে ইসরায়েলের কারাগারে অনশনরত অবস্থায় কোনো ফিলিস্তিনির মৃত্যুর এটাই প্রথম ঘটনা।
ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, খাদের আদনান চিকিৎসা নিতে অস্বীকার করেছিলেন এবং মঙ্গলবার তাকে তার কারাকক্ষে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়।
কিন্তু তার একজন আইনজীবী ইসরায়েলি কারা বিভাগের বিরুদ্ধে তার চিকিৎসায় অবহেলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন।
অধিকৃত পশ্চিম তীরের বাসিন্দা ৪৫ বছর বয়স্ক আদনান ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গোষ্ঠীর একজন সদস্য ছিলেন এবং ইসরায়েল তাকে সন্ত্রাসবাদের দায়ে অভিযুক্ত করেছে।
ইসলামিক জিহাদ বলেছে, এ মৃত্যুর প্রতিশোধ নেয়া হবে।
গত দুই দশকে ইসরায়েল তাকে বেশ কয়েকবার আটক করে, এবং এর আগে চার বার তিনি বন্দী অবস্থায় অনশন করেছেন।
সবশেষ অনশনটি তিনি শুরু করেছিলেন ৫ই ফেব্রুয়ারি, জেনিন শহরের নিকটবর্তী আরাবা থেকে ইসরায়েলি বাহিনী তাকে আটক করার পরপরই ।
তিনি কয়েক দফায় মোট আট বছর ইসরায়েলের কারাগারে ‘প্রশাসনিক বন্দীদশায়’ কাটিয়েছেন। এর আওতায় লোকজনকে কোন অভিযোগ বা বিচার ছাড়াই আটক রাখা যায়।
খাদের আদনানের স্ত্রী রানদা মুসা ফিলিস্তিনিদের প্রতি এ মৃত্যুর জন্য শোক না করে বরং তার শহীদ হওয়াকে উদযাপন করতে আহ্বান জানিয়েছেন।
খাদের আদনানের মৃত্যুর কয়েক ঘন্টা পরই গাজা থেকে ইসরায়েলের ভেতরে তিনটি রকেট ছোড়া হয়। এতে কেউ আহত হয়নি।
আদ্দামির নামে একটি ফিলিস্তিনি বন্দী অধিকার গোষ্ঠীর তথ্যমতে ইসরায়েলি কারাগারগুলোতে প্রায় ৪ হাজার ৯০০ ফিলিস্তিনি বন্দী আছে।
খবর বিবিসি