হার্দিকের ফিফটি, তবুও হারল গুজরাট

SHARE

গুজরাট টাইটান্সের বিপক্ষে খুব একটা বড় সংগ্রহ গড়তে পারেনি দিল্লি ক্যাপিটালস। মোহাম্মদ শামির দাপুটে বোলিংয়ে দিল্লির সংগ্রহটা ছিল অল্প। সেই ছোট সংগ্রহ নিয়েই গুজরাটকে প্রতিরোধ করেছে দিল্লি। অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অপরাজিত ফিফটিও এড়াতে পারেনি গুজরাটের হার। হেরেছে ৫ রানে।
আহমেদাবাদে টস জিতে আগে ব্যাটে নেমে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান করে দিল্লি ক্যাপিটালস। জবাবে ব্যাটে নেমে ৬ উইকেটে ১২৫ রান সংগ্রহ করতে পারে গুজরাট। দিল্লির কাছে হেরেও ৯ ম্যাচে ৬ জয়ে টেবিলের শীর্ষেই গুজরাট। অন্যদিকে ৯ ম্যাচে ৩ জয়ে দশে দিল্লি।
আগে ব্যাটে নেমে শুরুতেই বিপর্যয়ের শিকার হয় দিল্লি। মাত্র ২৩ রানে ফেরেন ৫ ব্যাটার। ষষ্ঠ উইকেট জুটিতে বিপর্যয় কাটিয়ে তোলেন অক্ষর প্যাটেল ও আমান হাকিম খান। ৭৩ রানে ফেরেন অক্ষর প্যাটেল। ৩০ বলে ২৭ রান করেন এ অলরাউন্ডার।
১২৬ রানে সপ্তম উইকেট হারায় দিল্লি। আমান ফেরেন ৪৪ বলে ৫১ রান করে। পরে সংগ্রহ ১৩০ রানে নিয়ে ফেরেন রিপল প্যাটেল। ১৩ বলে ২৩ রান করেন।
গুজরাটের হয়ে চারটি উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি। মোহিত নেন দুটি, রশিদ খান নেন ১ উইকেট।
জবাবে ব্যাটে নেমে গুজরাটও শুরুতে বিপর্যয়ে পড়ে। ৩২ রানে ফেরেন চার ব্যাটার। পঞ্চম উইকেটে ৬২ রানের জুটি গড়েন অভিনব মনোহর ও হার্দিক পান্ডিয়া। ৯৪ রানে ফেরেন মনোহর। ৩৩ বলে ২৬ রান করে। ১২২ রানে ফেরেন রাহুল তেওয়াতিয়া। ৭ বলে ২০ রান করে। ৫৩ বলে ৫৯ করে অপরাজিত থাকলেও দলকে জয়ের নোঙরে পৌঁছাতে ব্যর্থ হন হার্দিক। ৬ উইকেটে ১২৫ রানে থামে গুজরাটের ইনিংস।
দিল্লির হয়ে দুটি করে উইকেট নিয়েছেন খলিল আহমেদ ও ইশান্ত শর্মা। এনরিক নর্টজে ও কুলদীপ যাদব নেন একটি করে উইকেট।