এবার হাতে পরার প্রযুক্তি নিয়ে মাইক্রোসফট

SHARE

microsoft butchগুগল এবং অ্যাপলের পর পরিধানযোগ্য প্রযুক্তি নিয়ে আসছে মাইক্রোসফট ইনকরপোরেশন। মাইক্রোসফটের পরিধানযোগ্য প্রযুক্তির নাম ‘মাইক্রোসফট ব্যান্ড’। তারা যেটির নাম দিয়েছে ‘মাইক্রোসফট হেলথ’।

মাইক্রোসফটের এই ব্যান্ড হাতে পরামাত্রই এটির স্বয়ংক্রিয়ভাবে হার্ট বিট, রক্তচাপ, ক্যালোরির পরিমাণ এবং ঘুম পরিমাপ করতে শুরু করবে।

নতুন এই ব্যান্ডটিতে ইমেইল আদান-প্রদান, ফোন কল রিসিভ, ফেসবুক নোটিফিকেশন এবং টেক্সট ম্যাসেজিংয়ের সুবিধাও রয়েছে।

মাইক্রোসফট হেলথ কব্জিতে স্মার্টওয়াচের মতই পরা যাবে। যারা কাজের চাপে শরীরের যত্ন নিতে পারেন না, তাদের জন্য এই ব্যান্ড দারুণ কাজ দেবে। কেননা, এটি ব্যবহারকারীর স্বাস্থ্যের প্রতি নজর রাখবে।

শরীরের ক্যালোরির পরিমান কমে গেলে নোটিফিকেশনের মাধ্যমে ব্যবহারকারীকে তা জানিয়ে দেবে। একই ভাবে বাড়তি ওজনের মানুষের ক্যালোরি পোড়ানোর জন্য ঘণ্টায় কত মাইল গতিতে হাঁটতে হবে তাও জানিয়ে দেবে।

এছাড়া এটি ব্যবহারকারীর স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সংরক্ষণ এবং স্বাস্থ্য বিষয়ক অ্যাপস খুঁজতে সাহায্য করবে।

মাইক্রোসফট তাদের নতুন ব্যান্ডটি আসছে আগামী এপ্রিলে। তবে এর দাম সম্পর্কে পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি। তবে আভাস দিয়েছে এটি অ্যাপলের স্মার্টওয়াচের চেয়ে অনেক কম দামে পাওয়া যাবে। প্রথমে ইংল্যান্ডের বাজারে মাইক্রোসফট তাদের নতুন ব্যান্ড ছাড়ার পরিকল্পনা নিয়েছে।