চীনের জিনজিয়াংয়ে বোমা হামলায় নিহত ৩১

SHARE

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমকির এক মার্কেটে বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ৯০ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে এ হামলা হয় বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
82879_1
বার্তা সংস্থা সিনহুয়া জানায়, সকালে দুটি গাড়ি উত্তর দক্ষিণে পরস্পরকে অতিক্রম করার সমূ গাড়ি থেকে অজ্ঞাত হামলাকারীরা একটি মার্কেটে এলোপাথাড়ি বোমা নিক্ষেপ করে।

তাদের নিক্ষিপ্ত বিস্ফোরকের আগুনে যানবাহনসহ বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থরলেই প্রায় ২০ জন মারা যান। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে আখ্যায়িত করেছে দেশটির জন নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়। কারা কী কারণে এই হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

তবে পুলিশ উরুমকির উইঘুর মুসলিম বিদ্রোহীদের এ হামলার জন্য দায়ী করেছে।

গত মাসেও উরুমকির একটি স্টেশনে অনুরূপ এক বোমা হামলায় তিন জন নিহতসহ অনেকে আহত হন। কর্তৃপক্ষ ওই হামলার জন্য উইঘুর বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করে।