চমক দিয়ে জার্মানির বিশ্বকাপ দল ঘোষণা

SHARE

কাতার বিশ্বকাপের বাকি আর মাত্র ৯ দিন। বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে জার্মানি। ঘোষিত দলে চমক রেখেছে দলটির প্রধান কোচ হ্যান্সি ফ্লিক। তার দলে এসেছেন ২০১৪ বিশ্বকাপ ফাইনালের নায়ক মারিও গোটজে। আর বাদ পড়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার ম্যাট হামেলস।
এদিকে ইনজুরির কারণে বাদ ডর্টমুন্ড অধিনায়ক মার্কো রিউস। এছাড়া দলে জায়গা পেয়েছেন ১৭ বছর বয়সী ফরোয়ার্ড ইউসুফা মৌকোকো। এখনো জার্মানি জাতীয় দলে অভিষেক হয়নি তার। তবে অনূর্ধ্ব-২১ দলে খেলছেন পাঁচটি ম্যাচ, করেছেন ৬ গোল।
আগামী ২৩ নভেম্বর জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে জার্মানির বিশ্বকাপ। ‘ই’ গ্রুপে তাদের অন্য ম্যাচ দুটি স্পেন ও কোস্টারিকার বিপক্ষে।
জার্মানির বিশ্বকাপ দল :
গোলকিপার : ম্যানুয়েল নয়্যার, আন্দ্রে টের স্টেগান ও কেভিন ট্রাপ।
ডিফেন্ডার : আরমেল বেলা-কোটচাপ, ম্যাথিয়াস জিন্টার, ক্রিস্টিয়ান গানটার, থিলো কেহরের, লুকাস ক্লোসটেরমান, ডেভিড রাউম, অ্যান্টনিও রুডিগার, নিকো শ্লোটারবেক ও নিকোলাস সুলে।
মিডফিল্ডার : জুলিয়ান ব্রান্ডট, নিকলাস ফুলক্রুগ, লিওন গোরেজকা, মারিও গোটজে, ইকে গুন্ডোগান, জোনাস হোফমান, জশুয়া কিমিচ ও জামাল মুসিয়ালা।
ফরোয়ার্ড : কারিম আদেয়েমি, সার্জ গিনাব্রি, কাই হাভার্টজ, ইউসুফা মৌকোকো, থমাস মুলার ও লেরয় সানে।