আইসিডিডিআরবিতে দৈনিক ১৩০০ ডায়রিয়া রোগী

SHARE

রাজধানীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) হাসপাতালে দৈনিক গড়ে এক হাজার ৩০০’র বেশি ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে। একজন রোগীর সুস্থতার বিপরীতে হাসপাতালটিতে অন্তত ২০ রোগী আসছে ভর্তি হতে।

আইসিডিডিআর,বি জানায়, গত ১৬ মার্চ প্রথম হাসপাতালটিতে হাজারের বেশি ডায়রিয়া রোগী ভর্তি হয়। এদিন এক হাজার ৫৭ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালটিতে ভর্তি হন।

পরদিন ১৭ মার্চ রোগী ভর্তি হয় এক হাজার ১৪৭ জন। ১৮ মার্চ রোগীর পরিমাণ আরও বেড়ে পৌঁছায় ১ হাজার ১৭৪ জনে। ১৯ তারিখে এক হাজার ১৩৫ জন, ২০ তারিখে এক হাজার ১৫৭ জন ডায়রিয়া রোগী আসে হাসপাতালে।

২১ মার্চ রোগী ভর্তি হয় এক হাজার ২১৬ জন। পরদিন ২২ মার্চ এক হাজার ২৭২ রোগী ভর্তি হয়। ২৩ মার্চও নতুন রোগী ভর্তি হয় ১ হাজার ২৩৩ জন।

২৪ মার্চ রোগীর সংখ্যা কিছু কমলেও হাজারের বেশিই থাকে রোগী ভর্তি। এদিন নতুন রোগী ভর্তি হয় ১ হাজার ১৭৬ জন।

২৫ মার্চ ভর্তি হয় ১ হাজার ১৩৮ জন, ২৬ মার্চ ১ হাজার ২৪৫ জন, ২৭ মার্চ ১ হাজার ২৩০ জন।

সোমবার (২৮ মার্চ) রোগীর সংখ্যা দাঁড়ায় এক হাজার ৩৩৪ জনে, যা আইসিডিডিআরবির ইতিহাসে একদিনে সর্বোচ্চ রোগী ভর্তি।

এই ধারাবাহিকতা অব্যাহত থেকে মঙ্গলবারও (২৯ মার্চ) হাসপাতালটিতে ২৪ ঘণ্টায় রোগী ভর্তি হয় ১ হাজার ৩১৭ জন।

বুধবার (৩০ মার্চ) অর্ধেক দিনেই রোগী হাসপাতালটিতে রোগী ভর্তি হয় ৮৪৫ জন, যা গত সপ্তাহের তুলনায় বেশি।

গত ১৩ দিনে হাসপাতালটিতে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১৭,৬৮০ জন। অতিরিক্ত দু’টি তাঁবু টানিয়ে ডায়রিয়া রোগীদের সেবা দিচ্ছে আইসিডিডিআর,বি।