৮৮ বছর পর তারাবির নামাজ হবে আয়া সোফিয়ায়

SHARE

তুরস্কে পবিত্র রমজান মাস উপলক্ষে ২ এপ্রিল থেকে আয়া সোফিয়া মসজিদে ৮৮ বছর পর প্রথমারের মতো আদায় হতে যাচ্ছে তারাবির নামাজ। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।

এছাড়া পবিত্র রমজান মাস জুড়ে সেখানে থাকবে নানা আয়োজন। গেল ২০২০ সালের ২৪ জুলাই থেকে পুনরায় মসজিদ হিসেবে চালু হয়েছে এটি।

তবে করোনা সংক্রমণ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধি-নিষেধের কারণে ২০২০ ও ২০২১ সালে তারাবির নামাজ আদায় হয়নি সেখানে।

বর্তমানে তুরস্কে করোনার প্রকোপ কিছুটা কমে আসায় আয়া সোফিয়া মসজিদ তারাবির নামাজ আদায়ের জন্য খুলে দেওয়ার সরকারি সিদ্ধান্ত হয়েছে। ৫৩২ সালে নির্মিত হয়েছিল আয়া সোফিয়া। আয় সোফিয়া গির্জা হিসেবে ৯১৬ বছর এবং ৮৬ বছর জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়েছে। তবে ১৪৫৩ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত প্রায় ৫০০ বছর এটি মসজিদ হিসেবে ব্যবহার করা হয়েছিল। ১৯৮৫ সালে এটিকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে ইউনেস্কো।