সাঙ্গাকারার সামনে শুধুই শচিন

SHARE

sangakara8২০১৪ সালে বাংলাদেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ জেতার পরই ছোট ফরম্যাটের ক্রিকেটাকে বিদায় বলেছেন কুমার সাঙ্গাকারা। চলমান বিশ্বকাপের আগে জানিয়েছেন, ওয়ানডে ক্যারিয়ারকেও বিদায় বলবেন বিশ্বকাপের পর। এবার শনিবার জানিয়েছেন, আগামী আগস্টে টেস্ট ক্রিকেট ছেড়ে দেবেন। মানে ক্রিকেটকে পরিপূর্ণভাবে বিদায় জানাবেন এই লঙ্কান ব্যাটিং গ্রেট চলতি বছরের আগস্টে।

তবে বিশ্বকাপে সাঙ্গাকারার পারফরম্যান্স দেখে আফসোস জাগছে গোটা ক্রিকেট বিশ্বের। কেন তিনি ছাড়বেন ওয়ানডে ক্রিকেট? রোববারই এই বাঁহাতি ক্রিকেটার হয়ে গেছেন ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় সেরা রান সংগ্রাহক। সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। সাঙ্গাকারার সামনে এখন শুধুই ভারতের লিটল জিনিয়াস শচিন টেন্ডুলকার।
১৮ হাজার ৪২৬ রান নিয়ে শচিন শীর্ষে। তারপরই ১৪ হাজারি সাঙ্গাকারা। তৃতীয় স্থানে থাকা রিকি পন্টিংয়ের ঝুলিতে আছে ১৩ হাজার ৭০৪ রান। তার স্বদেশি সনাথ জয়াসুরিয়া (১৩ হাজার ৪৩০ রান) ও মাহেলা জয়াবর্ধনে (১২ হাজার ৬৪৩) রয়েছেন পরের দুটি স্থানে।

অস্ট্রেলিয়ার ৩৭৭ রান তাড়া করতে গিয়ে ইনিংসের দ্বিতীয় ওভারেই মাঠে এসেছেন সাঙ্গাকারা। ইনিংসের ১৪তম ওভারে ব্যক্তিগত ৩৯ রানের মাথায় ১৪ হাজার রান পূর্ণ করেন ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যান।