সালাহ উদ্দিনের পিএ ও গাড়িচালককে ধরে নেয়ার অভিযোগ

SHARE

salahuddin8বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের ব্যক্তিগত সহকারী ও দুই গাড়িচালককে আইনশৃঙ্খখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাদা পোশাকে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।

তারা জানান, শনিবার রাতে মিরপুর থেকে ব্যক্তিগত সহকারী ওসমান গণিকে এবং সালাহ উদ্দিনের গুলশানের বাসার সামনে থেকে গাড়িচালক শফিক ও খোকনকে ধরে নিয়ে যাওয়া হয়।

রোববার দুপুরে সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ সাংবাদিকদের টেলিফোনে এ তথ্য নিশ্চিত করেন।

ব্যক্তিগত সহকারী ওসমান ফারুকের স্ত্রী শিখা জানান, তিনি র্যা ব সদর দফতরে খোঁজ নিতে গেলে তারা ওসমানের আটকের কথা অস্বীকার করে।

শিখা জানান, শনিবার দিবাগত রাত সাড়ে তিনটা-চারটার দিকে আট-দশজন সাদা পোশাকধারী লোক তাদের বাসায় প্রবেশ করে। বাইরে দুজন র্যা বের পোশাকে ছিল। তারা ওসমান গণিকে আটক করে নিয়ে যাওয়ার সময় বলেছে, ঠিক ঠিক তথ্য দিলে তাকে ছেড়ে দেবে।

এরপর থেকে ওই তিনজনের খোঁজ নেই বলে স্বজনরা জানান।

বিএনপির অধিকাংশ সিনিয়র নেতা এখন জেলে। আবার কেউ কেউ আত্মগোপনে। আরেক যুগ্ম মহাসচিব ও দফতরের দায়িত্বে থাকা রুহুল কবির রিজভী আটক হওয়ার পর অজ্ঞাত স্থান থেকে সালাহ উদ্দিন দলের কর্মসূচি ঘোষণা করে আসছেন।