কোয়ারেন্টিনে সাকিব

SHARE

অস্ট্রেলিয়া সিরিজ শেষে পরিবারকে সময় দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ছুটি শেষে নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতিতে যোগ দিতে বুধবার ভোরে দেশে ফিরেছেন তিনি।

দেশে ফিরে এয়ারপোর্ট থেকে সরাসরি হোটেলে চলে যান সাকিব। সেখানে তিন দিনের কোয়ারেন্টিনের পর দলের সঙ্গে যোগ দেবেন অনুশীলনে।

সিরিজকে সামনে রেখে এরই মধ্যে বায়ো বাবলে প্রবেশ করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। বায়ো বাবলে আছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও। বর্তমানে সকলে রয়েছেন তিন দিনের কোয়ারেন্টিনে।

জাতীয় দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষা আগে করানো হলেও সাকিবের করোনা পরীক্ষা করানো হয়েছে রাতে। সেই পরীক্ষায় নেগেটিভ হলে মিলবে সাকিবের নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার সুযোগ।

এর আগে বাংলাদেশে এসে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় করোনা পজিটিভ হন নিউজিল্যান্ডের ক্রিকেটার ফিন অ্যালেন। ইংল্যান্ডে অনুষ্ঠেয় দ্য হান্ড্রেড টুর্নামেন্ট খেলে সরাসরি বাংলাদেশে আসেন তিনি। তার সঙ্গে আসেন আরেক ব্ল্যাক ক্যাপ ক্রিকেটার কলিন ডি গ্র্যান্ডহোম। তার ফল নেগেটিভ এসেছে।

১ সেপ্টেম্বর থেকে শুরু হবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আর ২৭ তারিখ থেকে অনুশীলনে নামার কথা রয়েছে দুই দলের।