এবার স্বর্ণের ব্যবসায় সাকিব

SHARE

ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলার পাশাপাশি স্বর্ণের ব্যবসা শুরু করেছেন। এ নিয়ে সোমবার (২৩ আগস্ট) গণমাধ্যমে বিজ্ঞাপনও দিয়েছেন।

পত্রিকায় বিজ্ঞাপনে সাকিব আল হাসান বলেছেন, বৈধভাবে স্বর্ণবার এবং স্বর্ণালংকার আমদানি এবং বিক্রয়ের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ডিলার হিসেবে ‘বুরাক কমোডিটিজ এক্সচেঞ্জ কোং’ নামে একটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছি। আমার প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে দেশে বৈধভাবে খাঁটি স্বর্ণ আমদানি করতে পারেন অথবা আমদানিকৃত স্বর্ণ ক্রয় করতে পারেন। স্বর্ণ আমদানি বা বিনিয়োগ হালাল। তাই হালাল ও নিরাপদ বিকল্প হিসেবে স্বর্ণে বিনিয়োগ করে নিশ্চিন্তে থাকুন।

২০১৯ সালের ২৮ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের অনুমতি পেয়েছে সাকিব আল হাসানের ‘বুরাক কমোডিটিজ এক্সচেঞ্জ কোং’। এরই মধ্যে ঢাকা, রংপুর ও কুমিল্লায় অফিস নিয়ে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছেন। স্বর্ণের বার ও স্বর্ণালংকার আমদানিও শুরু করেছে প্রতিষ্ঠানটি।