বনানীর ছয়তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

SHARE

টানা প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় রাজধানীর বনানীর ছয়তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস বলছে, ভবনটিতে অগ্নি নিরাপত্তা নিশ্চিতে কোনো ব্যবস্থা ছিল না।

আজ শনিবার সকাল ৯টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার ছয়তলা ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। দুপুর ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা ইসলাম এ তথ্য জানান।

এর আগে শনিবার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে চেয়ারম্যান বাড়ি এলাকার আনন্দ টিভির পাশের ওই ভবনের তৃতীয়তলায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পাঠানো হয়। পরে আরও পাঁচটি ইউনিট যোগ দেয় আগুন নেভানোর কাজে।

তবে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।