বঙ্গবন্ধু ছিলেন সাংবাদিক বান্ধব: ইকবাল সোবহান চৌধুরী

SHARE

জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন সাংবাদিক বান্ধব। তিনিই প্রথম সাংবাদিকদের বিশেষ মর্যাদা দিয়ে নীতিমালা প্রণয়ন করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান আওয়ামী লীগ সরকার সাংবাদিকদের কল্যাণ ট্রাস্ট গঠনসহ বহুমুখী পদক্ষেপ নিয়েছেন।

বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী।

শনিবার (১৪ আগস্ট) তিনি প্রেসক্লাব যশোর মিলনায়তনে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে যশোরে ‘আমি মৃত্যুর চেয়ে বড়ো’ শীর্ষক স্মরণানুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সাবেক মহাসচিব ওমর ফারুক ও কোষাধ্যক্ষ দীপ আজাদ।

অনুষ্ঠানে জেইউজে সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএফইউজে সহ সভাপতি মনোতোষ বসু, যশোর সংবাদপত্র পরিষদ সভাপতি একরাম উদ দ্দৌলা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বিএফইউজে যুগ্ম মহাসচিব সাকিরুল কবীর রিটন, জেইউজে সাবেক সভাপতি সাজেদ রহমান, প্রেসক্লাবের সাবেক সম্পাদক তৌহিদুর রহমান, জেইউজে সাধারণ সম্পাদক এইচ আর তুহিন প্রমুখ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জেইউজে দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির সূচনা পর্বে কাব্য তথ্যচিত্র প্রদর্শিত হয়। ১৫ আগস্ট সকাল ৯ টায় জেইউজে কার্যালয় থেকে পদযাত্রা করে বঙ্গবন্ধু ম্যুরাল প্রাঙ্গণে যাবেন সদস্যরা। এরপর জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাবে জেইউজে।