স্যাম্পল দিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হয়: খাদ্যমন্ত্রী

SHARE

করোনার স্যাম্পল দিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে ল্যাব স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মঙ্গলবার (০৩ আগস্ট) বিকেলে নওগাঁয় ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নওগাঁবাসীর প্রাণের দাবি ছিল একটি আরটি-পিসিআর ল্যাবের। প্রধানমন্ত্রী সেই ল্যাবের অনুমোদন দিয়েছিলেন, সেটা আজকে আমরা ভালোভাবে সম্পন্ন করতে পেরেছি। ফলে স্বল্পসময়ে করোনা রোগী শনাক্তকরণ এবং করোনা আক্রান্ত রোগীদের ব্যবস্থাপনা সহজ হবে।

তিনি বলেন, করোনা নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আগে নওগাঁ থেকে রাজশাহী, বগুড়া এমনকি ঢাকার বিভিন্ন ল্যাবে পাঠানো হতো। ফলে ফলাফল পেতে বিলম্ব হতো।