চট্টগ্রামে করোনা ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু

SHARE

গত ২৪ ঘণ্টায় মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে চট্টগ্রামে আরও ১৭ জন মারা গেছেন। এ ছাড়া আক্রান্ত হয়েছেন এক হাজার ৩১৫ জন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

করোনা শনাক্তের হার প্রায় ৩৭ দশমিক চার এক শতাংশ। এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে ৭৯ হাজার ৭৫১ জন ও মৃত্যু হয়েছে ৯৪৯ জনের।

এর আগে বুধবার চট্টগ্রাম বিভাগে মারা যায় ৩৬ জন। এর মধ্যে চট্টগ্রামেই ১৭ জন। এ ছাড়া কুমিল্লায় ৮ এবং ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনীতে ১১ জনের মৃত্যু হয়।

এদিকে বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মারা গেলেন ২০ হাজার ১৬ জন। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১৬ হাজার ২৩০ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ১০ হাজার ৯৮২ জনে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।