৪২তম বিসিএস থেকেই নিয়োগ দেয়া হবে আরও দুই হাজার চিকিৎসক

SHARE

চলমান ৪২তম বিসিএস থেকেই আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। এ লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় আরও দুই হাজার পদ সৃজন করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেভা বিভাগ (পার-৪ অধিশাখা) থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব রোকেয়া বেগম।

এতে বলা হয়েছে, কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা প্রদানের জন্য জরুরী প্রয়োজনে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক চলনান ৪২তম বিশেষ বিসিএস এর মাধ্যমে আরও দুই হাজার চিকিৎসক (সহকারি সার্জন) নিয়োগের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় ৯ম গ্রেডের দুই হাজার চিকিৎসকের পদ রাজস্বখাতে স্থায়ীভাবে সৃজনে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি।