ঢাকায় সিনোফার্মের ১০ লাখ টিকা

SHARE

চীনের তৈরি করোনাভাইরাসের টিকা সিনোফার্মের ১০ লাখ ডোজ ভ্যাকসিনের প্রথম চালানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছেছে। শনিবার (১৭ জুলাই) রাত ১১টা ৩৫ মিনিটে টিকা বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালন ইয়ান এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে সাতটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ভ্যাকসিন নিয়ে রওনা দিয়েছে।

চীন থেকে একটি বাণিজ্যিক ক্রয় চুক্তির মাধ্যমে এ ভ্যাকসিন আনছে বাংলাদেশে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাত ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে ভ্যাকসিনের চালানটি পৌঁছাবে। বিমানবন্দরে এটি গ্রহণ করতে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।