ভুল করে প্রধানমন্ত্রীর আসনে গিয়ে বসলেন নেতানিয়াহু!

SHARE

টানা এক যুগ ইসরায়েলের ক্ষমতায় ছিলেন তিনি। প্রধানমন্ত্রীর আসনটির সঙ্গে তাই বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্ক দীর্ঘদিনেরই বলা যায়।

কিন্তু, অঘটন বা ঘটনা যাই বলা হোক; ঘটে যায় গতকাল রোববার। এদিন সন্ধ্যায় (স্থানীয় সময়) ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে নতুন সরকার গঠন নিয়ে বিতর্কের পর মাত্র ৬০-৫৯ ভোটের ব্যবধানে অনুমোদন পেয়েছে নাফতালি বেনেটের নেতৃত্বাধীন জোট সরকার।

ওই ভোটের পরই আজ সোমবার (১৪ জুন) নেতানিয়াহু ভুল করে পার্লামেন্টে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত আসনে বসে পড়েন।

তবে ভুলটি সংশোধন করে দিতেও দেরি হয়নি, তাকে বলা হয় প্রধানমন্ত্রীর আসন ছেড়ে বিরোধীদলীয় নেতার আসন গ্রহণ করতে। সঙ্গেসঙ্গেই আসন বদলও করেন তিনি।