ইসরাইলি বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি নিরাপত্তাকর্মী নিহত

SHARE

ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে অন্তত তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর মধ্যে দু জন স্বশাসন কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীর সদস্য এবং একজন ইসলামি জিহাদ আন্দোলনের সদস্য।

ইরানের প্রেস টিভি জানিয়েছে, ভোর রাতে ইহুদিবাদী সেনারা জেনিন শহরে অভিযান চালায়। এ সময় ফিলিস্তিনিদের ওপর ধরপাকড় শুরু করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

ইসরাইলের সামরিক বাহিনীও বলেছে, তাদের সেনারা জেনিন শহরে গ্রেপ্তার অভিযান পরিচালন করে। এসময় ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের সামরিক গোয়েন্দা সংস্থার সদর দপ্তরের সামনে ইহুদিবাদী সেনা এবং ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলি শুরু হয়।

সংঘর্ষে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ইসলামি জিহাদ আন্দোলনের এক সদস্য ও সাবেক কারাবন্দি জামিল আল-আমুরি শহীদ হন। এছাড়া, ইসরাইলি বাহিনী এক ফিলিস্তিনিকে আটক করে। তাদের দাবি, শহীদ জামিল আল আমুরি এবং গ্রেপ্তারকৃত ব্যক্তি দু’জনকেই তারা খুঁজছিল।

এসব হত্যাকাণ্ডের প্রতিবাদে ফিলিস্তিনের বিভিন্ন সংগঠন জেনিন শহরে সাধারণ ধর্মঘট ডেকেছে। ফিলিস্তিনি নাগরিকদের হত্যার খবর শুনে হাজার হাজার শোকার্ত মানুষ জেনিন শহরের রাস্তায় নেমে আসেন এবং তারা শোক র‍্যালিতে যোগ দেন।