এইচআইভি পজিটিভ নারী শরীরে ৩২ বার করোনার ধরন বদল

SHARE

৩৬ বছর ধরে এইচআইভি ভাইরাসে আক্রান্ত এক নারী ২১৬ দিন করোনায় আক্রান্ত ছিলেন। এমনকি তার শরীরে ৩২ বারের বেশি করোনা ভাইরাসের মিউটেশন ঘটেছে। স্বাস্থ্যবিষয়ক জার্নাল মেড আর্কাইভে এমন তথ্য প্রকাশ হয়েছে। এ উদ্বেগজনক খবরে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রবিবার সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এসব জানা গেছে।

দক্ষিণ আফ্রিকার ওই নারীর নাম প্রকাশ করা হয়নি। বিষয়টি আরও গভীরভাবে খতিয়ে দেখতে চান গবেষকরা। প্রতিবেদনে বলা হয়েছে, কোভিডে আক্রান্ত ওই নারীর শরীরে ১৩ বার স্পাইক প্রোটিন মিউটেশন ঘটিয়েছে। পাশাপাশি ১৯ রকমের জীনগত পরিবর্তনের প্রমাণ মেলেছে। বিশেষজ্ঞরা বলছেন, একজন এইচআইভি পজিটিভ রোগীর করোনায় প্রাণ হারানোর আশঙ্কা সাধারণ রোগীর তুলনায় ২ দশমিক ৭৫ গুণ বেশি। যদিও সেই সংক্রমিত দক্ষিণ আফ্রিকার নারী এখনো বেঁচে আছেন।

করোনা একজনের দেহে ৩০ বারের বেশি মিউটেশন পরিবর্তন হওয়ার তথ্য গবেষণার তালিকায় নতুন করে যুক্ত হলো। গবেষণায় আরও জানা গেছে, টিবি আক্রান্তদের মধ্যে কোভিডে মৃত্যুর হার এইচআইভির রোগীর থেকে বেশি। বিশ্বজুড়ে যুক্তরাজ্য ও ভারতীয়সহ বেশ কয়েকটি শক্তিশালী ভ্যারিয়েন্টের অস্তিত্ব রয়েছে। যা দ্রুত সংক্রমণ ঘটাতে পারে। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথমবারের মতো করোনা শনাক্ত হয়। এর পরই বিশ্বে মহামরি দেখা দিয়েছে।