করোনায় বিশ্বে একদিনে আরও প্রায় সাড়ে ১০ হাজার মৃত্যু

SHARE

মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার) বিশ্বের বিভিন্ন দেশে আরও প্রায় সাড়ে ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৩৫ লাখ ৪৮ হাজারের মতো।

একদিনে প্রায় ৪ লাখ ৮১ হাজার মানুষের দেহে শনাক্ত হয়েছে এই ভাইরাস। মোট আক্রান্ত ১৭ কোটি ৬ লাখের ওপর।

শনিবার ব্রাজিলে ২ হাজারের সামান্য নিচে নেমেছে প্রাণহানি। ১ হাজার ৯৭১ জনের মৃত্যুর পাশাপাশি এদিন প্রায় ৭৯ হাজার করোনা পজেটিভ শনাক্ত হয়েছে দেশটিতে।

২৪ ঘণ্টায় সাড়ে ৫শ’র মতো মানুষের প্রাণ গেছে কলম্বিয়ায়। এদিন ৪ শতাধিক মৃত্যু দেখেছে আর্জেন্টিনা, মেক্সিকো ও রাশিয়া।

যুক্তরাষ্ট্রে আরও নিম্নমুখী করোনা সংক্রমণ। শনিবার ৩৪৫ জনের মৃত্যু ও ১২ হাজারের কাছাকাছি নতুন সংক্রমিত শনাক্ত হয়েছে।