তুর্কি ড্রোন কিনছে পোল্যান্ড

SHARE

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ হিসেবে প্রথমবারের মতো তুরস্কের কাছ থেকে ড্রোন কিনতে যাচ্ছে পোল্যান্ড। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, তুরস্কের কাছ থেকে ২৪টি সশস্ত্র ড্রোন কেনা হবে।

বেরাক্তার টিবি২ নামের ড্রোনটি আগামী বছর পোল্যান্ডকে হস্তান্তর করবে তুরস্ক। এতে ট্যাংকবিধ্বংসী অস্ত্র যুক্ত করা হয়েছে।

পোলিশ প্রতিরক্ষামন্ত্রী মারিউসুজ ব্লাসচেক জানান, তুরস্কের কাছ থেকে ড্রোন সংশ্লিষ্ট ও সরঞ্জাম এবং প্রশিক্ষণ প্যাকেজ কেনা হবে। এ তুর্কি ড্রোনগুলো যুদ্ধে নিজেদের সামর্থ্য দেখিয়েছে।

সেনাবাহিনীর একটি কোম্পানি ড্রোনগুলো ব্যবহার করবে বলে জানিয়েছেন তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

আগামী সপ্তাহে পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার তুরস্ক সফরে অস্ত্র ক্রয়ের চুক্তিটি চূড়ান্ত হবে।

তুরস্কের দাবি, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান পশ্চিমা অস্ত্রে নির্ভরতা কমিয়ে নিজেদের উৎপাদন বাড়ানোর উদ্যোগের ফলে দেশটি এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম ড্রোন উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে।

তুর্কি কোম্পানি বেয়কার এই ড্রোনটি আজারবাইজান, ইউক্রেন, কাতার ও লিবিয়ার কাছে বিক্রি করেছে। মার্চে এরদোয়ান জানান, সৌদি আরবও তুর্কি ড্রোন কিনতে আগ্রহী।
খবর রয়টার্স