শুরুতেই লিটনের বিদায়

SHARE

সাতসকালে এলো লঙ্কান দলে করোনার খবর। তাতে সৃষ্টি হয় শঙ্কাও। তবে শেষমেশ সব শঙ্কা উড়িয়ে দিয়েই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডে।

দুশমন্থ চামিরা বল করলেন অফ স্ট্যাম্পের অনেক বাইরে। তাতে লিটন গা থেকে অনেক বাইরে ব্যাট চালালেন, বলের লাইনে না গিয়েই। ব্যাটে বলে তো হলোই না, উল্টো ক্যাচ গেল প্রথম স্লিপে। ইনিংসের শুরুতেই ধাক্কা বাংলাদেশ শিবিরে। রানের খাতা খোলার আগেই ফিরলেন লিটন।

এ নিয়ে সর্বশেষ ৫ ইনিংসে তৃতীয়বারের মতো শূন্যতে আউট হলেন ডানহাতি এই ওপেনার। জিম্বাবুয়ের বিপক্ষে গত বছরের মার্চে ১৭৬ রানের ইনিংসের পর সাত ইনিংসে পঁচিশের ঘরও ছুঁতে পারেননি একবার।

লিটন আউট হওয়ার পর নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন সাকিব আল হাসান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২৬ রান। সাকিব ১২ আর তামিম ১১ রানে অপরাজিত আছেন।