আফগানিস্তানে মসজিদে বোমা হামলায় ইমামসহ নিহত ১২

SHARE

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে বোমা হামলায় ১২ জন প্রাণ হারিয়েছেন। ঈদের ছুটির দ্বিতীয় দিন এ ঘটনা ঘটলো।

রয়টার্স জানিয়েছে, মুসল্লিরা শুক্রবারের নামাজে দাঁড়ানো অবস্থায় বোমা হামলার কবলে পড়েন।

কাবুল পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামাজ জানিয়েছেন, নিহতদের মধ্যে মসজিদের ইমামও আছেন। আহত হয়েছেন ১৫ জন।

এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেননি। তালেবান ইতিমধ্যে তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। তাই সরাসরি তাদের এই ঘটনার জন্য দায় দেয়া যাচ্ছে না।

এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশটিতে দ্বিতীয়বার ভয়াবহ হামলার ঘটনা ঘটল। এর আগে একটি স্কুলে হামলা চালিয়ে ৮০ জনকে হত্যা করা হয়।

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সরকার সামনের চার মাসের মধ্যে তাদের সব সেনা সরিয়ে নিচ্ছে। বাইডেনের পক্ষ থেকে এমন ঘোষণা আসার পরেও সংঘর্ষ থেমে নেই।