ফিলিস্তিনে বাড়ির নাম রাখা হলো শেখ হাসিনা

SHARE

যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনে। মুহুর্মুহু হামলা করছে ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল। এমন অবস্থায় ঈদ উদযাপন করছে নিরীহ ফিলিস্তিনিরা। এই সময়েই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ফিলিস্তিনিদের ভালোবাসার বিষয়টি সামনে এসেছে।

গাজা উপত্যকা ও আল-আকসা মসজিদে ইসরায়েলের হামলার পর বাংলাদেশের প্রতিক্রিয়ায় খুশি ফিলিস্তিন। এ কারণে শেখ হাসিনাকে শ্রদ্ধা জানাতে একটি বাড়ির নাম রাখা হয়েছে ‘শেখ হাসিনা’।

ঢাকায় নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রমজান তথ্যটি নিশ্চিত করেছেন। কূটনৈতিক অবস্থানে শুরু থেকেই ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে আসছে বাংলাদেশ।

রাষ্ট্রদূত জানান তার দেশে কেন একটি বাড়ির নাম শেখ হাসিনা রাখা হয়েছে। ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিলিস্তিনিরা অত্যন্ত ভালোবাসে, শ্রদ্ধা করে। সেই শ্রদ্ধাবোধ থেকে একটি বাড়ির নাম ‘শেখ হাসিনা’ রাখা হয়েছে।