পর্তুগালেই হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ

SHARE

অল ইংল্যান্ড ফাইনাল ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে আয়োজনের গুঞ্জন ছিল। যদিও শেষ অব্দি তুরস্কের ইস্তাম্বুলকেই বেছে নেয় উয়েফা। কিন্তু করোনার কারণে অনিশ্চিত হয়ে যায় এই ভেন্যুও। ইঙ্গিতটা গত কয়েকদিন ধরেই ছিল-পাল্টে যেতে পারে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ভেন্যু। ঠিক তাই হলো। ইস্তাম্বুল নয়, চেলসি-ম্যানচেস্টার সিটির মধ্যকার ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই হবে পর্তুগালের এফসি পোর্তোর হোম গ্রাউন্ডে।

বৃহস্পতিবার উয়েফা জানিয়েছে, ২৯ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটি হবে পোর্তোর এস্তাদিও ড্রে ড্রাগোতে। কারণটাও সংগত। যুক্তরাজ্যের বাসিন্দাদের তুরস্কে ভ্রমণ বিধিনিষেধ রয়েছে। এ কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।

করোনার মধ্যে ভ্রমণে নিরাপদ দেশগুলোর তালিকায় ইংল্যান্ড রেখেছে পর্তুগালকে। ফাইনাল দেখে ইংল্যান্ডে ফিরে আর কোয়ারেন্টাইন করতে হবে না ইংলিশ ফুটবলভক্তদের।

করোনাভাইরাসের বিধি-নিষেধের কারণেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ভেন্যু হারিয়েছে তুরস্ক। দেশটিতে ইংলিশ ফুটবল ভক্তদের ভ্রমণের সুযোগ নেই। এ কারণেই গত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের মতো এবারও পর্তুগালে আয়োজন করছে উয়েফা।

যদিও পতুর্গালের স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা মাত্র ৫০ হাজার। যারমধ্যে করোনা সতর্কতায় কমিয়ে ২৫ শতাংশে নামিয়ে আনা হতে পারে। সেটি হলে ফাইনাল ম্যাচটি দেখতে পারবেন মাত্র সাড়ে ১২ হাজার দর্শক।