বঙ্গবন্ধু সেতুতে এক দিনে টোল আদায় ৩ কোটি টাকা

SHARE

বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৪ ঘণ্টায় প্রায় ৫২ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৯৯ লাখ টাকা। যা কয়েকদিনের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত এ টোল আদায় হয়। সেতু কর্তৃপক্ষের একাধিক সূত্রে তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পণ্যপরিবহনে নিয়োজিত যানবাহন, ট্রাক, পিকআপভ্যান, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ বিভিন্ন ব্যক্তিগত যানবাহন ছাড়াও বিপুলসংখ্যক যাত্রীবাহী বাস সেতু দিয়ে পারাপার হয়েছে। এর আগে গত ২৪ ঘণ্টায় দুই কোটি ৭৩ লাখ টাকার টোল আদায় হয়েছে।

এদিকে সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উত্তরবঙ্গমুখী যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করছে। কোথাও ধীরগতি বা জট নেই। ফলে ঘরমুখো মানুষ আজ অনেকটা স্বস্তিতেই বাড়ি ফিরতে পারছেন।

অপরদিকে, মহাসড়কে ট্রাক, মাইক্রোবাস, পিকআপভ্যানসহ বিভিন্ন ব্যক্তিগত গাড়ির পাশাপাশি আজ দূরপাল্লার বাসও চলাচল করছে। গত কয়েকদিন মানুষ গাদাগাদি করে চলাচল করলেও আজ গাড়িগুলো যাচ্ছে অনেকটাই ফাঁকা।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, মহাসড়কে আজ চাপ নেই। স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে।