আরও ভ্যাকসিন পেতে আলোচনা চলছে : স্বাস্থ্যমন্ত্রী

SHARE

চীন সরকারের সঙ্গে আলোচনা চলছে যাতে এই ভ্যাকসিন বাংলাদেশ আরও পেতে পারে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ বুধবার চীনের দেয়া উপহারের সিনোফার্মের ৫ লাখ করোনা টিকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের সময় এ কথা বলেন তিনি।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বেলা সাড়ে ১১টায় টিকাগুলো স্বাস্থ্য ও পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঈদের সময় যেভাবে মানুষ বাড়ি গেল তা মর্মাহত করেছে, সরকার সুরক্ষিত রাখার চেষ্টা করেছিল, কিন্তু যে যেভাবে পেরেছে মানুষ বাড়ি চলে গেছে।

তিনি জানান, টিকা হস্তান্তর শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সব জনগোষ্ঠীকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসতে সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হয়েছে। জুন-জুলাইয়ের মধ্যে সিনোফার্ম ভ্যাকসিনের আরও ডোজ আনা যায় কিনা সে চেষ্টা করা হচ্ছে।

এ সময় ররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্লিয়ারেন্স না পাওয়ায় চীনের টিকা কেনার সিদ্ধান্ত নিতে সময় লেগেছে, এখানে কাউকে দোষারোপ করার সুযোগ নেই।

এদিকে করোনা মোকাবিলায় এই সহযোগিতা বাংলাদেশ ও চীনের সুম্পর্কের মাইলফলক; বলেছেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং।