শ্রমিকদের সংকটে পাশে দাঁড়াতে সরকার বদ্ধপরিকর: শ্রম প্রতিমন্ত্রী

SHARE

শ্রমিকদের যেকোনো সংকেট তাদের পাশে দাঁড়াতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। শনিবার মে দিবস উপলক্ষে খুলনায় করোনায় কর্মহীন ৫০০ শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মানবিক সহায়তার মধ্যে রয়েছে-চাল, ডাল, আলু, তেল, সবজি ও মুরগির মাংস।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার শ্রমিক বান্ধব। শ্রমজীবী মানুষের হাতেই দেশের অর্থনীতি শক্তিশালী হয়। এজন্য শ্রমিকদের যেকোনো সংকেট তাদের পাশে দাঁড়াতে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। একই সঙ্গে করোনায় কর্মহীনদের কষ্টলাঘবে প্রধানমন্ত্রী লাখ লাখ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন।

এ সময় নিজেদের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে সবাইকে আহ্বান জানান প্রতিমন্ত্রী।

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দ রবিউল আলম, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মো. মাহবুব আলম সোহাগ, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী, খুলনা বিভাগীয় শ্রম দফতরের পরিচালক মো. মিজানুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের বিভাগীয় উপ-মহাপরিদর্শক মো. আরিফুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।