করোনায় আক্রান্ত পার্নো মিত্র

SHARE

বাবুল সুপ্রিয়র পর এবার পার্নো মিত্র, বিজেপি শিবিরে আরও চওড়া হচ্ছে করোনার থাবা।

সোমবার সকালে বরানগরের বিজেপি প্রার্থী পার্নো মিত্র জানান, ‘আমি সবাইকে জানাতে চাই আমার করোনা রিপোর্টি পজিটিভ এসেছে। আপনাদের শুভকামনায় খুব দ্রুত সুস্থ হয়ে উঠব। আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি করোনা আক্রান্ত হওয়ার জন্য আমি ভোট দিতে পারব না। কিন্তু এই যাত্রা এখানে শেষ হচ্ছে না এবং আমাদের লক্ষ্য পূরণে একসঙ্গে লড়াই করব। আমি অনুরোধ করব বিগত ৭ দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তারা নিজেদের কোয়ারেন্টাইন করুন। সকলে সাবধানে থাকুন সুস্থ থাকুন।’

প্রসঙ্গত, গতকালই দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয় জানান, ‘আমি এবং আমার স্ত্রী দুজনেই করোনা পজিটিভ। আমি দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলাম। আসানসোলে ভোট দিতে যেতে পারব না ভেবে খারাপ লাগছে। ২৬ তারিখ নির্বাচনে আমার কর্মীদের সঙ্গে থাকার প্রয়োজন ছিল। কারণ তৃণমূলের নেতাকর্মীরা ভয় দেখিয়ে শান্তিপূর্ণভোটদানে বাধা দেওয়ার চেষ্টা করছে। আমি আমার ঘর থেকেই নিজের কর্তৃব্য পালন করব। মানসিকভাবে বিজেপি প্রতিটি প্রার্থীর পাশেই থাকব।’

প্রসঙ্গত,করোনার দ্বিতীয় ঢেউ ক্রমশই জটিল আকার নিচ্ছে পশ্চিমবাংলায়। এর মধ্যেই মিটিং, মিছিল, রোড শো হয়ে উঠছে করোনার সুপার স্প্রেডার। আক্রান্ত হচ্ছেন একাধিক প্রার্থী, কর্মী-সমর্থকেরা। এই পরিস্থিতিতে সমস্ত রকমের প্রচার বাতিলের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে, সংক্রমণ রুখতে কেবল পুলিশই দায়িত্ব নেবে না, সতর্ক হতে হবে রাজনৈতিক নেতাদেরও। বাকি তিন দফার ভোটে সংক্রমণের আকার আরও চরমে পৌঁছতে পারে বলেই আশঙ্কিত চিকিৎসকরা। ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন সুজন চক্রবর্তী, অধীর রঞ্জন চৌধুরী। রাজ্য রাজনৈতিক মহলে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চিন্তিত বিশেষজ্ঞমহল।

ক্রমশ ভয়াবহ হচ্ছে দেশের করোনা পরিস্থিতি। করোনা ঝড়ে দেশজুড়ে বেলাগাম সংক্রমণ। এই প্রথম দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ লাখের গণ্ডি পার করল। একদিনে মৃতের সংখ্যা ৩ হাজার ছুঁইছুঁই। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৮১২ জনের।