জুভেন্তাসের চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্নে জোর ধাক্কা

SHARE

সিরি আ’র শিরোপার রেস থেকে আগেই ছিটকে গেছে জুভেন্তাস। টেবিলের শীর্ষ চারে থেকে পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করাটাই এখন একমাত্র লক্ষ্য দলটির। কিন্তু সেই স্বপ্নেও এবার জোর ধাক্কা লাগল।

রবিবার শেষ মুহূর্তে গোল হজম করে আতালান্তার বিপক্ষে ১-০ গোলে হেরেছে জুভরা। ৮৭ মিনিটে গোল করে স্বাগতিকদের জয় এনে দিয়েছেন রুসলান মালিনোভস্কি। তাতে টেবিলে চার নম্বরে চলে গেছে জুভেন্তাস। আর তিন নম্বরে উঠেছে আতালান্তা। পাঁচে থাকা নাপোলি গরম নিশ্বাস ফেলছে জুভদের ঘাড়ে।

ইনজুরির কারণে ক্রিস্তিয়ানো রোনালদো ছিলেন না। পর্তুগিজ তারকাকে ছাড়া খেলতে নেমে এ ম্যাচে বেশ ভুগেছে জুভরা। আতালান্তা তুলনায় সুযোগ তৈরি করেছে অনেক বেশি।

সিরি আতে ২০০১ সালের পর এই প্রথম আতালান্তার কাছে হারল জুভেন্তাস।

৩১ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইন্তার মিলান। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে এসি মিলান আছে দ্বিতীয় স্থানে। আতালান্তা মাত্র ২ পয়েন্ট পিছিয়ে আছে তিনে। ৬২ পয়েন্ট নিয়ে চারে জুভন্তাস। আর পাঁচে থাকা নাপোলির পয়েন্ট ৬০।