মানুষের জন্য রাজনীতি করি : প্রধানমন্ত্রী

SHARE

hasina5প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের জন্য আমরা রাজনীতি করি। দেশের মানুষই যদি মারা যায় তাহলে কাদের জন্য এই রাজনীতি। মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে আয়োজিত এক আলোচনা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দেশজুড়ে চলমান আন্দোলনে ক্ষতিগ্রস্তদের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শনী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় এ আলোচনা সভার আয়োজন করে।

প্রধানমন্ত্রী সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিহত করতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, যারা মানুষের জীবন নিয়ে খেলায় মেতে উঠেছে তারা কখনো দেশের উন্নয়ন চায় না।

তিনি বলেন, আজ যারা স্বজন হারিয়েছেন তাদের যন্ত্রণা আমি বুঝি। যারা অগ্নিদগ্ধ হয়েছেন তাদের এ যন্ত্রণা যাবে না।

প্রধানমন্ত্রী বলেন, আমরাও আন্দোলন করেছি। জনগণকে নিয়ে আন্দোলন করেছি।  মানুষকে কষ্ট দেইনি, পুড়িয়ে মারিনি।

তিনি বলেন, নির্বাচনের পর গত এক বছর শান্তিপূর্ণভাবে কাজ করেছি। গত ৫ জানুয়ারি থেকে অশান্তি শুরু হয়। মানুষের জীবন নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না।