টিকা নিয়ে উদাসীনতা নয়, মানতে হবে স্বাস্থ্যবিধি: নৌ প্রতিমন্ত্রী

SHARE

ভ্যাকসিনের দিকে তাকিয়ে থাকলে হবে না, করোনাভাইরাস প্রতিরোধে সচেতন হতে হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকাদান কেন্দ্রে করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খালিদ মাহমুদ চৌধুরী এর আগে গত ৮ ফেব্রুয়ারি একই কেন্দ্রে টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।

টিকা নেয়ার পর প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, যতক্ষণ পর্যন্ত করোনা নির্মূল করার প্রতিষেধক না আসে ততক্ষণ পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সরকারের নির্দেশনা অনুসরণ করতে হবে। ভ্যাকসিনের দিকে তাকিয়ে থাকলে হবে না, উদাসীন হলে হবে না। সচেতন হতে হবে। সচেতনতাই করোনা প্রতিরোধের একমাত্র উপায়। সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত আছে। করোনা প্রতিরোধে মাস্ক পরিধান করতে হবে।

তিনি আরও বলেন, ‘দু-মাস আগে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছি। কোনো ধরনের সমস্যা হয়নি। করোনা মোকাবিলায় সরকার যথাযথ পদপেক্ষ নিয়েছে। প্রথমবার করোনা টিকার নেয়ার পর অনেকের মধ্যে উদাসীনতা দেখা গেছে। স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ না করায় বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’