টরোন্টোতে গাড়িচাপা দিয়ে ১০ পথচারী হত্যায় মিনাসিয়ান দোষী সাব্যস্ত

SHARE

কানাডার টরোন্টোয় ২০১৮ সালে ভিড়ের মধ্যে গাড়িচাপা দিয়ে ১০ পথচারীকে হত্যার ঘটনায় অ্যালেক মিনাসিয়ানকে দোষী সাব্যস্ত করেছেন দেশটির আদালত। ২০১৮ সালের এপ্রিলে ওই হামলায় আরও ১৬ জন আহত হন।

কানাডার নাগরিক মিনাসিয়ান হামলার কথা স্বীকার করেছেন আদালতে। মিনাসিয়ানের বিরুদ্ধে ১০টি হত্যা এবং ১৬টি হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। সব অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করেন আদালত।

তার আইনজীবীদের দাবি, মিনাসিয়ান মানসিকভাবে অসুস্থ এবং কোনো অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে তিনি ওই হামলা চালাননি। তবে বিচারক অ্যান মেলয় তাদের দাবি উড়িয়ে দিয়েছেন। মিনাসিয়ান ঠণ্ডা মাথায় ওই হামলা চালিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।