নিবন্ধনকারী সাড়ে ৪০ লাখ, টিকা নিয়েছেন সাড়ে ২৮ লাখ

SHARE

দেশব্যাপী চলমান করোনা টিকাদান কার্যক্রমে সাড়া দিয়ে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) পর্যন্ত ৪০ লাখ ৫৭ হাজার ৯০৫ জন নিবন্ধন সম্পন্ন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে এ পর্যন্ত টিকা গ্রহণ করেছেন ২৮ লাখ ৫০ হাজার ৯৪০ জন। এর মধ্যে পুরুষ ১৮ লাখ ৫৬ হাজার ২৬৫ জন ও নারী নয় লাখ ৯৪ হাজার ৬৭৫ জন। এ পর্যন্ত টিকাগ্রহীতাদের মধ্যে ৬৯৬ জন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন।

আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক লাখ ৮১ হাজার ৪৩৯ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ১২ হাজার ৪৮৯ জন ও নারী ৬৮ হাজার ৯৫০ জন। এ সময়ে বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন ২৭ জন।

বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী মোট টিকাগ্রহণকারীর মধ্যে ঢাকায় আট লাখ ৪৫ হাজার তিনজন, ময়মনসিংহে এক লাখ ২৬ হাজার ৬১৭ জন, চট্টগ্রামে ছয় লাখ ৩১ হাজার ৯৪ জন, রাজশাহীতে তিন লাখ ১৭ হাজার ৯৭৮ জন, রংপুরে দুই লাখ ৬৩ হাজার ৪৬৩ জন, খুলনায় তিন লাখ ৪৮ হাজার ৪৭৭ জন, বরিশালে এক লাখ ৩৭ হাজার ৫৬ জন এবং সিলেট বিভাগে এক লাখ ৮১ হাজার ২৫২ জন টিকা নেন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৬৩ হাজার ২৪৪ জন, ময়মনসিংহ বিভাগে সাত হাজার ২৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩৩ হাজার ৮৬৭ জন, রাজশাহী বিভাগে ১৮ হাজার ২১৬ জন, রংপুর বিভাগে ১৬ হাজার ৭০১ জন, খুলনা বিভাগে ২৬ হাজার ১৮৬ জন, বরিশাল বিভাগে আট হাজার ৫১ জন এবং সিলেট বিভাগে সাত হাজার ৯৪১ জন টিকা নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুসারে, গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু করে। প্রথম দিন টিকা দেওয়া হয় ২৬ জনকে।

এর আগে স্বাস্থ্যঅধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, রাজধানী ঢাকায় ৫০টি হাসপাতাল ও সারাদেশে ৯৫৫টি হাসপাতালসহ সারাদেশে মোট ১ হাজার পাঁচটি হাসপাতালে টিকাদান কার্যক্রম চলবে। রাজধানী ঢাকায় ৫০টি হাসপাতালে ২০৪টি ও সারাদেশে ৯৫৫টি হাসপাতালে দুই হাজার ১৯৬টি টিম কাজ করছে।