যেভাবে লকডাউন কাটালেন জর্জ ক্লুনি

SHARE

ডব্লিউ ম্যাগাজিনের ২০২১ সংস্করণের প্রচ্ছদে দেখা গেছে বিখ্যাত মার্কিন অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা ও সমাজকর্মী জর্জ ক্লুনিকে। ২০২০ সালে মুক্তি পাওয়া তার চলচ্চিত্র ‘দ্য মিডনাইট স্কাই’ বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছে।

ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে মহামারির সময় লকডাউনে তিনি কীভাবে সময় কাটিয়েছেন তা জানিয়েছেন। দীর্ঘ এই অবসরে তিনি সকল কাজের কাজি হয়ে গেছেন এমনটাই জানালেন।

“কাপড় ধোয়া, থালা-বাসন মাজা এসব আমার নিত্য-নৈমিত্তিক কাজ হয়ে গেছে। আসলে আমার সন্তানরা এখনও অনেক অলস,” বলেই হাসছিলেন তিনি।

“আমি আমার নিজের চুল কেটেছি, আমার ছেলের চুলও কেটে দিয়েছি। তবে আমার মেয়ের চুল কাটতে পারিনি। বড় চুলেই আমার মেয়েকে অসাধারণ লাগে। ছেলের চুল কাটতে গিয়ে সমস্যা হলেও ওর চুল বড় হয়ে যাবে। তবে মেয়ের চুল কাটতে গেলে আমার স্ত্রীর হাত থেকে আর রক্ষা নেই আমার।”

স্পিরিট বানানোও শিখে নিয়েছেন ক্লুনি, এব্যাপারে তার অর্জিত বিভিন্ন জ্ঞানও জানালেন,

“ওয়াইন আর টাকিলা মেশাতে নেই, অথবা ভদকা আর শ্যাম্পেইন। আমি ৭ বছর বয়সেই কেন্টাকিতে থাকাকালীন অনেক কিছু শিখে গিয়েছিলাম।”