মিন্টুর গ্রামের বাড়িতে গুলি-ককটেল হামলা

SHARE

mintuবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর গ্রামের বাড়িতে বুধবার রাতে দুর্বৃত্তরা গুলি ও ককটেল হামলা চালিয়েছে। তারা সেখানে অগ্নিসংযোগও করেছে।

ফেনীর দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মিন্টুর পরিবারের সদস্যরা জানান, বুধবার রাত ১১টার দিকে মুখোশধারী ২০-২৫ জনের একটি দল দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামে তার বাডিতে হামলা করে। দুর্বৃত্তরা এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় ও কয়েকটি গুলি ছোড়ে। পরে তারা মিন্টুর চাচা হাবিব উল্যার টিনশেড ঘরে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে আগুন নেভায়। এর আগে ঘরটি আংশিক পুড়ে যায়। তবে এ সময় ঘরে কেউ ছিলেন না।

ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন এ হামলার জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগকে দায়ী করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল কোনো মন্তব্য করেননি।