১৭ ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে থাকবেন সু চি

SHARE

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির রিমান্ডের মেয়াদ প্রাথমিকভাবে সোমবার পর্যন্ত ধারণা করা হলেও তা ১৭ ফেব্রুয়ারি (বুধবার) পর্যন্ত বলে জানিয়েছেন তার আইনজীবী।

রাজধানী নেপিদোতে সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সু চির সঙ্গে সাক্ষাতের চেষ্টা চলছে জানিয়ে তার আইনজীবী খিন মং জ বলেন, ‘আমরা আমাদের পাওয়ার অব অ্যাটর্নি লেটার জমা দিতে এবং বিচারকের সঙ্গে কথা বলতে এসেছিলাম। বিচারকের মতে, আজ সোমবার নয়, আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে থাকবেন অং সান সু চি। প্রথমে হয়তো ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রকাশ্যে আসতে পারেন সু চি।’

আইনি প্রক্রিয়ায় কতটা স্বচ্ছতা রয়েছে জানতে চাওয়া হলে আইনজীবী বলেন, ‘এটি স্বচ্ছ কি না, তা আপনারা ভালো করেই জানেন।’

মিয়ানমারের ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সু চিসহ অন্য শীর্ষ নেতাদের আটক করে গত ১ ফেব্রুয়ারি দেশটির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলে নেয় সেনাবাহিনী। এর প্রতিবাদে টানা ১০ দিনের মতো আজ সোমবারও বিক্ষোভ করছে সেনাশাসন বিরোধী জনতা।