১৪ ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবস

SHARE

১৯৮৩ সালের ১৪ই ফেব্রুয়ারি শুরু হয়েছিল সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র আন্দোলন, যা পরে রূপ নেয় গণআন্দোলনে। এজন্য এই দিনটিকে ‘স্বৈরাচার প্রতিরোধ দিবস’ হিসাবে পালন করেন অনেকে।

১৯৮২ সালের ২৩শে সেপ্টেম্বর একটি নতুন শিক্ষানীতির প্রস্তাব করে জেনারেল এরশাদের সামরিক সরকার। যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে শিক্ষার্থীরা।

সে সময় ১৪ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা মিছিল করে সচিবালয়ের দিকে যাওয়ার সময় পুলিশ গুলি চালায়। এসময় জয়নাল ও দীপালি সাহাসহ নিহত হন অন্তত ১০ জন। আটক করা হয় অনেককে।