ক্ষমতা হস্তান্তরে মিয়ানমার জান্তা সরকারকে জাতিসংঘের চাপ

SHARE

মিয়ানমারে বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে ও গণতন্ত্রীপন্থি নেত্রী অং সান সু চির মুক্তির দাবি জানিয়েছে জাতিসংঘের শীর্ষ মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। এমন এক সময় জাতিসংঘ এ ইস্যুতে সরব হলো যখন জান্তা শাসনের বিরুদ্ধে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে সপ্তম দিনের মতো গণবিক্ষোভ অব্যাহত রয়েছে।

ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের অনুরোধে এক বিরল বিশেষ অধিবেশনে মিয়ানমারে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর ও নির্বিচারে আটক সব বন্দির মুক্তির দাবি জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে এইচআরডব্লিউ।

অধিবেশনের শুরুতে জাতিসংঘের উপ-মানবাধিকার প্রধান নাদা আল-নাসিফ বলেন, মিয়ানমারে যা ঘটছে, বিশ্ব তা দেখছে।

গত ১ ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর সু চি ও উইন মিন্টসহ সাড়ে ৩০০ লোককে আটক রেখেছে সামরিক সরকার। যাদের মধ্যে সাংবাদিক, শিক্ষার্থী, সন্ন্যাসী ও মানবাধিকারকর্মীও আছেন।

নাদা আল-নাসিফ বলেন, শান্তিপূর্ণ জমায়েত বন্ধ রাখতে ও বাকস্বাধীনতা হরণে কঠোর নির্দেশ দিয়েছে সেনাবাহিনী। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারেরও নিন্দা জানিয়েছেন তিনি।

নাদা আল-নাসিফ বলেন, আমাদের স্পষ্ট করতে দিন: শান্তিপূর্ণ বিক্ষোভে প্রাণঘাতী ও কম-প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার অগ্রহণযোগ্য।

তবে জরুরি অধিবেশনকে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে আখ্যায়িত করে নিন্দা জানিয়েছেন দেশটির ঐতিহ্যবাহী মিত্র দেশ রাশিয়া ও চীন।