সাকিবের ছুটি মঞ্জুর করেছে বিসিবি

SHARE

বেশ কিছুদিন ধরেই কুঁচকির চোটে ভুগছেন সাকিব আল হাসান। এর ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টে খেলা হয়নি তাঁর। এবার তাঁকে নিউজিল্যান্ড সফরেও পাচ্ছে না বাংলাদেশ।

আসন্ন এই সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই অলরাউন্ডার। নিউজিল্যান্ড সফরে তাঁকে না রাখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেছিলেন সাকিব।

সেই আবেদন মঞ্জুর করা হয়েছে। বিসিবির পক্ষ থেকে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন, বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান্স আকরাম খান।

তিনি বলেন, ‘আজকে আলাপ আলোচনার পর সাকিবের ছুটি মঞ্জুর করা হয়েছে। আশা করছি ওকে (সাকিব) আমরা পরের সিরিজে পাবো।’

করোনা পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের বিপক্ষে সিরিজটি এক সপ্তাহের জন্য পিছিয়েছে নিউজিল্যান্ড। নতুন সূচি অনুযায়ী সিরিজের প্রথম ওয়ানডে ২০ মার্চ। দ্বিতীয় ম্যাচটি হবে ২৩ মার্চ।

আর ২৬ মার্চ অনুষ্ঠিত হবে তৃতীয় এবং শেষ ওয়ানডে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৮ মার্চ। দ্বিতীয় টি-টোয়েন্টি ৩০ মার্চ। আর সিরিজের শেষ টি-টোয়েন্টি আগামী ১ এপ্রিল।