আত্মশুদ্ধ তরুন প্রজন্ম দেখতে চেয়েছিলেন বঙ্গবন্ধু : আরেফিন সিদ্দিক

SHARE

মিরপুর মুক্ত দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে আজ (৩১ জানুয়ারি) সকাল ৯টায় ব্লক-ডি, মিরপুর-১০, একাত্তরের গণহত্যার জল্লাদখানা, বধ্যভূমি স্মৃতিপীঠ এ পুষ্পার্ঘ অর্পণ শেষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন- আত্মত্যাগ, আত্মসমালোচনা ও আত্মশুদ্ধ তরুন প্রজন্ম দেখতে চেয়েছিলেন বঙ্গবন্ধু, যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বাংলাদেশের নেতৃত্ব দিবেন। বঙ্গবন্ধুকে মনে প্রাণে উপলব্ধি করতে হবে তাহলে দেশে কোন মানুষ বঞ্চিত থাকবে না। তিনি আরও বলেন-বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রাধনমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন বাংলাদেশে কোন মানুষ গৃহহীন থাকবে না। আমার মনে হয় এটাই মুজিব জন্মশত বার্ষিকীর সবচেয়ে বড় উপহার।

মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন-বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশের প্রতিটি মানুষ ভাল থাকবে, তাদের ন্যায্য অধিকার থাকবে।

ঢাকা-১৬ আসনের মাননীয় সংসদ সদস্য ইলিয়াছ উদ্দিন মোল্লাহ্ বলেন-গণহত্যার কারণে পাকিস্তানকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক জয়দেব নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় আরও বক্তব্য রাখেন-প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজ, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মোস্তাফিজ, কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবীর, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সহ-সভাপতি কাজী জহিরুল মানিক।

এসময় আরও উপস্থিত ছিলেন-যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল আলম সৈকত জোয়ার্দার, দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্য ও যোগাযোগ (আইটি) সম্পাদক মোঃ সামছুল আলম অনিক, মহিলা সম্পাদক এড. মুক্তা আক্তার, উপ-গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক এড. শেষ নবীরুজ্জামান বাবু, উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন, উপ-তথ্য ও যোগাযোগ (আইটি) সম্পাদক এন আই আহমেদ সৈকত, উপ-সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি স্মরণ, সহ-সম্পাদক মোঃ মাইদুল ইসলাম, সামিউল আমিন, মোঃ আলমগীর হোসেন শাহ জয়, কার্যনির্বাহী সদস্য মোঃ হুমায়ুন কবির,

প্রফেসর ড. মোঃ আরশেদ আলী আশিক, মোঃ শহিদুল ইসলাম লাকি, এড. মোঃ সওকাত হায়াত, মোঃ তারিক আল মামুন, এ বি এম আরিফ হোসেন, কেন্দ্রীয় সদস্য মোঃ রিপন শেখ, গৌতম গাঙ্গুলী, মোঃ গোলাম রাব্বানী, মাকসুদুর রহমান, কামরুল হাসান শিপন, তারেক বিন হায়দার রাজন, রোজিনা আক্তার রিমা, সৈয়দ নেয়ামুল ইসলাম নিয়ন, মোঃ জাকিরুল ইসলাম, অভিমান্যু বিশ্বাস অভি, মোঃ শাকিল আহমেদ ফরহাদ মিয়া, চৈতালী হাওলাদারসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ।