‘চলতি মাসের শেষ নাগাদ সেরামের টিকা দেশে আসবে’

SHARE

করোনা প্রতিরোধে এ মাসের শেষ নাগাদ সেরামের টিকা দেশে আসবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ সোমবার (১১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এর আগে সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ে কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভার বৈঠকে ‘দ্য সিভিল কোর্ট (অ্যামেইনমেন্ট) অ্যাক্ট’ এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর আইন-২০২০’-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আজকের মন্ত্রিসভায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ নিয়ে আলোচনা করা হয়। আগামী ২৮ জানুয়ারির মধ্যে ফল ঘোষণা করা হবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমেদ কায়কাউস জানিয়েছেন, গতকাল ভারতের সেরাম ইনস্টিটিউটের আবিষ্কৃত ভ্যাকসিন পাওয়া নিয়ে তারা বৈঠক করছেন এবং এ মাসের শেষ নাগাদ টিকা পাওয়া যাবে।