সংসদের শীতকালীন অধিবেশন ১৮ জানুয়ারি

SHARE

একাদশ জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে আগামী ১৮ জানুয়ারি। এর আগে গত ১৯ নভেম্বর দশম অধিবেশন শেষ হয়।

বুধবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২(১) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশনের আহ্বান করেন। এ সংক্রান্ত আদেশ সংসদ সচিবালয়ে পৌঁছেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

আগামী ১৮ জানুয়ারি মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হবে। অধিবেশন শুরুর আগে বিকেলে স্পিকারের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়কাল নির্ধারণ করা হয়ে থাকে। তবে করোনা পরিস্থিতির কারণে বিগত কয়েকটি অধিবেশন বৈঠকটি হয়নি। শীতকালে শুরু হওয়ায় অধিবেশনটিকে শীতকালীন অধিবেশন বলা হয়ে থাকে।

বরাবরের মতো এবারও ইংরেজি নববর্ষে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যগণ। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা হওয়ায় অধিবেশনটি সাধারণত দীর্ঘ হয়। করোনা পরিস্থিতির কারণে এবার অধিবেশন বিরতি দিয়ে ফেব্রুয়ারি পর্যন্ত গড়াতে পারে বলে জানা গেছে।