করোনার নতুন ধরন নিয়ে বৈঠক ডেকেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

SHARE

করোনার নতুন ধরন নিয়ে বৈঠক ঠেকেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপের আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুজ টুইট বার্তায় বলেন, ‘করোনার নতুন এই ধরনের বিষয়ে তুলনামূলক আরো ভালো তথ্য না পাওয়া পর্যন্ত ভ্রমণে সীমাবদ্ধতা আনা বুদ্ধিমানের কাজ হবে।’

যদিও, করোনার নতুন এ ধরন নিয়ে ডব্লিউএইচও নিজেদের সবোর্চ্চ সতর্কতার কথা উল্লেখ করে বলেছে, এটি মহামারি বিবর্তনের একটি সাধারণ অংশ। সংস্থাটি ভাইরাসের নতুন এই ধরন শনাক্ত করায় ব্রিটেনের প্রশংসা করছে।

করোনার নতুন এই সংক্রমণরোধে বেশকিছু দেশ যুক্তরাজ্যের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। ফ্রান্সের আরোপিত নিষেধাজ্ঞার কারণে ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে সীমান্ত এলাকায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘলাইন আটকে আছে।

এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, জরুরি পণ্য যেমন খাদ্য, ওষুধ ও জ্বালানি সরবরাহকারী কার্গোগুলোকে আগে যেতে দেওয়া উচিত।