মিশর সফরে যাচ্ছেন পুতিন

SHARE

putinরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার দু’দিনের সফরে মিশর যাচ্ছেন। আরব বিশ্বের সবচেয়ে জনবহুল এ দেশের সাথে সম্পর্ক জোরদারের লক্ষ্যে তার এ সফর । আর তার এ সফর এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন কায়রো-ওয়াশিংটন সম্পর্কে অস্বস্তি বিরাজ করছে ।

দীর্ঘ এক দশকের মধ্যে এবং ২০১১ সালে ব্যাপক গণআন্দোলনে সাবেক একনায়ক হোসনি মোবারকের উৎখাতের পর মিশরে এটি হবে পুতিনের প্রথম সফর। ২০০৫ সালে আগের সফরের সময় রাশিয়ার এ নেতা হোসনি মোবারকের সঙ্গে সাক্ষাত করেন।

পুতিন হচ্ছেন প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির প্রধান অ-আরব সমর্থক।

উল্লেখ্য, ২০১৩ সালের জুলাই মাসে সেনাপ্রধানের হস্তক্ষেপে ইসলামপন্থী নেতা মোহাম্মাদ মুরসি উৎখাতের পর থেকে তার সমর্থকদের ওপর ব্যাপক দমনপীড়ন চালানোয় সিসি ওয়াশিংটনের ব্যাপক সমালোচনার মুখে পড়েন।

মুরসিকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার পর সরকারি বাহিনীর ব্যাপক দমনপীড়নে মুরসির কয়েকশ’ সমর্থক নিহত এবং তার হাজার হাজার অনুসারিকে বন্দি করা হয়।

সরকারি কর্মকর্তারা জানান, দু’দেশের মধ্যে সম্পর্ক জোরদারের লক্ষ্য নিয়ে পুতিন মিশর সফরে যাচ্ছেন।
ইউক্রেন সংকট সত্ত্বেও পুতিন আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েননি এমনটা বুঝানোর লক্ষ্যেই মিশরে তিনি এ সফরে যাচ্ছেন বলে বিশেষজ্ঞরা বলছেন।