আগুন-সন্ত্রাসীদের সঙ্গে সংলাপ হবে না: তথ্যমন্ত্রী

SHARE

enu24তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘আগুনে পুড়িয়ে মানুষ মারা বন্ধ না হওয়া পর্যন্ত কোন সংলাপ হবে না। আগুন-সন্ত্রাসীদের সঙ্গে কোনও সংলাপ হতে পারে না।’

রোববার দুপুর ১২টায় সচিবালয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘জাতীয় ও বিশ্ব জনমত উপেক্ষা করে অবরোধ-হরতালের নামে চোরাগোপ্তা হামলা, হত্যা, নাশকতা, অন্তর্ঘাত, সহিংসতা ও সন্ত্রাস চালানো হচ্ছে। পৈশাচিকতায় দেশের হাসপাতালগুলোর বার্ন ইউনিটে দগ্ধদের ভীড় বাড়ছে। আগুনে পুড়ে নিহতদের লাশের পাহাড় উঁচু হচ্ছে। এসব হচ্ছে খালেদা জিয়ার নির্দেশে। তিনি আগুন-সন্ত্রাসের রানী।’
দানবের সাথে মানবের সংলাপ হয় না বলে মন্তব্য করে হাসানুল হক ইনু বলেন, ‘ভাবখানা দেখে মনে হয় মুক্তিপণ হিসেবে শুধুমাত্র প্রধানমন্ত্রীর চেয়ার পেলেই দেশবাসীকে জিম্মি দশা থেকে মুক্তি দেবেন খালেদা জিয়া।’
সংলাপ আহ্বানকারী বুদ্ধিজীবীরা সংলাপ নিয়ে যতোটা সরব, আগুনে মানুষ পুড়িয়ে মারার ব্যাপারে ততোটাই নীরব বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
ওইসব বুদ্ধিজীবীর উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘আগামী একটি নির্বাচন বা অস্থায়ী কোনো প্রস্তাব নিয়ে সংলাপ হবে না। স্থায়ী সমাধান চাইলে খালেদা জিয়াকে সন্ত্রাস-নাশকতা বন্ধ করতে বলুন। তারপর সংবিধানের ভেতরে যে কোনো আলোচনা হতে পারে।’